• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০২২, ০৮:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০২২, ০৮:০৫ পিএম

কাফনের কাপড় গায়ে জড়িয়ে  রেললাইন অবরোধ করল শিক্ষার্থীরা

কাফনের কাপড় গায়ে জড়িয়ে  রেললাইন অবরোধ করল শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাড়ে দশটার শাটল ট্রেন আধাঘন্টা দেরিতে ছেড়ে যায়।

এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম কেন নাই, শেখ হাসিনার বাংলায় সেকেন্ড টাইমের সুযোগ চাই’, ‘চবি সেকেন্ড টাইম, আমাদের দাবি মানতে হবে’ স্লোগান দেন তারা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকরা।

অবরোধে অংশ মনির হোসেন নামের একজন শিক্ষার্থী বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাই। শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, আমরা ২০১৮ সালে এসএসসি ও ২০২০ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের পরীক্ষায় অংশগ্রহণ করি। একবার নয়, তিনবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি আরও জানান, করোনার মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের অটোপাস দেওয়ার কথা, সেটিও দেয়নি। এখন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে আমাদের বেঁচে থাকাই অর্থহীন।

উল্লেখ্য, কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেন। তারা প্রায় আধঘণ্টা ধরে রেললাইনে অবস্থান করেন।