• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০৭:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০২২, ০৭:৪৭ পিএম

ধরা পড়লো ১৩ কেজি ওজনের বোয়াল 

ধরা পড়লো ১৩ কেজি ওজনের বোয়াল 

ফরিদপুরে দোয়ারিতে ধরা পড়লো ১৩ কেজি ওজনের বোয়াল। গত শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার পদ্মা ও ভুবেনশর নদের মোহনা চর বলাইশা এলাকা থেকে এ মাছটি ধরা পড়ে। সদরপুরের ঢেউখালী ইউনিয়নের রাম সুদরডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল হোসেন ব্যাপারি (৩৩) পাতা দোয়ারিত ধরা পড়ে এ মাছ।


কামাল হোসেন ব্যাপারি মাছটি নিয়ে চরভদ্রাসন উপজেলা সদর মাছ বাজারে নিয়ে আসেন। ওই বাজারের আড়তদার জসীম খান (৫৩) মাছটি খোলা ডাকের মাধ্যমে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। মাছ ব্যবসায়ী রিপন হালদার মাছটি ক্রয় করে। পরে চরভদ্রাসন সদর ইউনিয়নর বিএস ডাঙ্গী গ্রামের মুকুল মোল্লা (৩৮) ও প্রতিবেশি মোস্তফা শেখ (৩৫) যৌথভাবে রিমন হালদারের কাছ থেকে ১৬ হাজার ৩০০ টাকায় যৌথভাবে এ বোয়াল মাছটি কিনেন।