• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ১২:৫৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০২২, ১২:৫৫ এএম

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়
সংগৃহীত ছবি

আমতলীর পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের একটি বড় ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়।

আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের জেলে রাজু গাজী রোববার (৩ জুলাই) বিকেলে পায়রা নদীতে ইলিশের জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করেন। সন্ধ্যা ৮টার দিকে জাল তুলে দেখেন বিশাল আকারের একটি ইলিশ জালে ধরা পড়েছে। মাছটি বাজারে এনে ওজন মেপে দেখেন পৌনে ৩ কেজি। মাছটি রাজু গাজীর কাছ থেকে পাইকারি ব্যবসায়ী আলামিন বয়াতি ৭ হাজার ৫০০ টাকায় কেনেন। সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার কাছে ৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে রাজু গাজী বলেন, এ বছর পায়রা নদীতে এত বড় সাইজের ইলিশ ধরা পড়েছে বলে আমার জানা নেই।

পাইকারি ক্রেতা আলামিন বয়াতি জানান, মাছটি কেনার পরপরই অনেক লোক এক নজরে দেখার জন্য ভিড় জমান। কামাল হোসেন নামে এক ক্রেতা ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আমতলী বাজারের হিজবুলতাহ মৎস্য আড়তের মালিক মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, এ বছর আমতলী বাজারে এ পর্যন্ত এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসে নাই।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শহীদুল ইসলাম বলেন, সাগড়ে ইলিশ ধরা বন্ধ থাকায় অবাধ বিচরণের ফলে সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হচ্ছে। যে কারণে নদীত বড় সাইজের মাছ ধরা পড়ছে। 

জাগরণ/স্বদেশ/এসএসকে