• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০১:০৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০২২, ০১:০৩ এএম

পদ্মা সেতুর নিরাপত্তায় আনসার বাহিনী

পদ্মা সেতুর নিরাপত্তায় আনসার বাহিনী
ফাইল ফটো

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্ব থেকে সরে গেছে সেনাবাহিনী। তাদের স্থলে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ দায়িত্বে নিয়োজিত হয়েছে আনসার বাহিনী।

সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জানান, সেনাবাহিনীর সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তি ছিল গত ৩১ আগস্ট পর্যন্ত। চুক্তির মেয়াদ না বাড়ায় সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেছে। সেতুর নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের জন্য বিদেশি ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তারা সেতুর নিরাপত্তাও নিশ্চিত করবে। তাদের অধীনে এখন আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

২০১২ সালে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ শুরুর সময় থেকেই নিরাপত্তায় কাজ করছিল সেনাবাহিনী। সব মিলিয়ে সেনাবাহিনী টানা প্রায় ১০ বছর এই দায়িত্ব পালন করে। এখন তারা সেতুর দুই প্রান্তে শেখ রাসেল সেনানিবাসেই অবস্থান করবে।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, তাদের প্রায় তিন হাজার সদস্য সেতুর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেতুতে টহল এবং পদ্মায় টহল সরিয়ে নেয়া হয়েছে। আবার ডাক পড়লে এই গুরুদায়িত্বে যেকোনো সময় ফিরতে প্রস্তুত সেনাবাহিনী।

জাগরণ/যোগাযোগ/কেএপি