
লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৯ নভেম্বর) ভোররাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি লোহাকুচি সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলী গ্রামের মৃত সানোয়ারের ছেলে ওয়াজ করনি (৩৫) ও একই গ্রামের সাদেকের ছেলে আইনাল হক (৩০)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ওয়াজ ও আইনাল সীমান্তের ২২নং পিলারের কাছে গেলে ভারতের শিতাই বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পরিবারের লোকজন তাদের লাশ বাড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবির কর্মকর্তারা জানান, দুই জন নিহতের খবর পেয়েছেন তারা। এ ঘটনায় প্রতিবাদ পত্র দেয়ার প্রক্রিয়া চলছে।
ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, বিএসএফের গুলিতে নিহত দুজনের লাশ তাদের নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে।
জাগরণ/স্বদেশ/এসএসকে/কেএপি