পদ্মায় পানি কমে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহন ওঠা-নামা। পন্টুন নেমে যাওয়া যানবাহন ওঠা-নামায় পোহাতে হচ্ছে ভোগান্তি। মাটি কেটে ঘাট নিচু করার দাবি উঠলেও নদীতে পানির প্রবাহ বাড়ার অপেক্ষায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।
ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম রুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট। পদ্মা সেতু চালুর পর এ পথে যানবাহনের চাপ কিছুটা কমলেও এখনও গড়ে দৈনিক দুই হাজার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে।
তবে পদ্মায় পানি কমে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে যানবাহন ওঠা-নামায় দেখা দিয়েছে ভোগান্তি। পন্টুন নেমে যাওয়ায় পড়তে হচ্ছে সমস্যায়। এই অবস্থা চলছে সপ্তাহ দুয়েক ধরে।
বিআইডব্লিউটিএ উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম জানান, পানির স্তর নেমে যাওয়ায় সাময়িকভাবে ফেরিতে ওঠা-নামায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছুদিনের মধ্যে পানি বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
পন্টুন নিচে নেমে যাওয়ায় যানবাহন ওঠা-নামায় সময় বেশি লাগার পাশাপাশি মাঝে-মধ্যে ঘটছে দুর্ঘটনাও।
জাগরণ/স্বদেশ/এসএসকে