• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ১২:৪৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০২৩, ১২:৪৮ এএম

পাগলা মসজিদের দানবাক্সে ৫ কোটি ৭৮ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে ৫ কোটি ৭৮ লাখ টাকা
ছবি ● সংগৃহীত

কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের আটটি দানবাক্সে এবার পাওয়া গেছে ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা।

টাকার এই অঙ্ক এ যাবত কালের সর্বোচ্চ। পুরো টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ।

শনিবার (১৯ আগস্ট) সকালে আটটি দানবাক্স খুলে পাওয়া যায় ২৩ বস্তা টাকা। মসজিদের দোতলার মেঝেতে টাকাগুলো ঢেলে পাগলা মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা মসজিদ কমিটির তত্ত্বাবধানে গণনা শুরু করেন।

আর সেগুলো বান্ডেল আকারে রূপালী ব্যাংকের স্টাফরা ব্যাংকের গণনা মেশিনে গুণে মসজিদের ব্যাংক হিসাবে জমা করেন। 

তবে বাংলাদেশি টাকার সঙ্গে কিছু বিদেশি মুদ্রা এবং সোনা-রূপার অলংকারও পাওয়া গেছে। আরও পাওয়া গেছে আল্লাহর কাছে লেখা বেশ কিছু মনোবাঞ্ছার চিঠি ও সাহায্যের আবেদন। 

এর আগে ৬ মে পাওয়া গিয়েছিল ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা।

জাগরণ/স্বদেশ/কেএপি