• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০১৯, ০৮:৩৯ এএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০১৯, ০৮:৩৯ এএম

কিশোর গ্যাং ‘ঈগল বাহিনী’র হাতে স্কুলছাত্র খুন

কিশোর গ্যাং ‘ঈগল বাহিনী’র হাতে স্কুলছাত্র খুন

কুমিল্লা নগরীতে কিশোর গ্রুপদের বেপরোয়া ভাব এখনো কমেনি। প্রায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে কুমিল্লার জনপদ। এবার আজমাইন আদিল (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে ঈগল বাহিনীর হাতে।

নিহত আদিল নগরীর ঝাউতলা এলাকার আবদুস সাত্তারের ছেলে এবং সে এ বছর নগরীর মডার্ন হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৬৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মোগলটুলীর এলাকার কর্ণফুলি পেপার মিল দোকানের সামনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় কিশোর আদিলকে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদিলের মৃত্যু হয়।

নিহত আদিল কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, নগরীতে বেপরোয়া হয়ে উঠা কিশোর গ্যাং গ্রুপ ‘ঈগল’ বাহিনীর কিশোররা এ হত্যাকাণ্ড করেছে। আদিল মোটরসাইকেল চালিয়ে মোগলটুলি এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় ওই গ্রুপের কিশোরদের সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজের ইর্মাজেন্সি সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, স্কুলছাত্র মারা গেছে। পরে বিস্তারিত জানাবো।


কেএসটি