• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০২০, ১০:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২০, ১০:০৬ পিএম

কোভিড-১৯

১৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৯৫ জনের মৃত্যু

১৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৯৫ জনের মৃত্যু
সাম্প্রতিক ছবি

দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে রাজধানী ঢাকায়। এ পর্যন্ত ঢাকা বিভাগের আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৯৯ জন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন মোট ৯৫ জন।

রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ঢাকা জেলার আছে ১১০ জন যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন। গাজীপুরের ৩২৪ জন আক্রান্ত। কিশোরগঞ্জের ২০১ জনের মধ্যে মারা গেছেন ১ জন। মাদারীপুরের ৪৬ জনের মধ্যে মারা গেছেন ২ জন। মানিকগঞ্জের ২২ জন আক্রান্ত।

ঢাকা বিভাগের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জে ১০০৭ জন এবং মৃত্যুও সব থেকে বেশি ৪০ জন। মুন্সিগঞ্জের ১২৬ জনের মধ্যে মারা গেছেন ৪ জন। নরসিংদীর ১৫২ জনের মধ্যে মারা গেছেন ১ জন। রাজবাড়ীর ১৯ জন আক্রান্ত। ফরিদপুরের ১৩ জন আক্রান্ত। টাঙ্গাইলের ২৯ জনের মধ্যে মারা গেছেন ৩ জন। শরিয়তপুরের ৩৫ জনের মধ্যে মারা গেছেন ১ জন। গোপালগঞ্জের ৪৫ জন আক্রান্ত।

সারা দেশের মোট আক্রান্তের মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় ৫৬ দশমিক ৫৩ শতাংশ শুধু ঢাকা বিভাগেরই মানুষ।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যা শুক্রবারের (১ মে) তুলনায় ১১৩ জন বেশি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৫৫ জনে। একই সময়ে মারা গেছে আরও ২ জন। শনিবার মারা যাওয়ার সংখ্যা ছিল ৫ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্য ১৭৭ জন।

পরিসংখ্যানে দেখা যায় টানা ৬ দিন ধরে দেশে পাঁচশোর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৮ এপ্রিল ৫৪৯, ২৯ এপ্রিল ৬৪১, ৩০ এপ্রিল ৫৬৪, ১ মে ৫৭১, ২ মে ৫৫২ জন করোনা রোগী শনাক্ত হয়।

এসএমএম

আরও পড়ুন