• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ১১:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২৩, ১১:৩৯ পিএম

গবেষণা

দেশে ৪ কোটি মানুষ ভুগছে উচ্চ রক্তচাপে

দেশে ৪ কোটি মানুষ ভুগছে উচ্চ রক্তচাপে
ছবি ● প্রতীকী

পরিশ্রম কম করা ও সুষম খাদ্য না খাওয়ায় বাড়ছে অসংক্রামক রোগ।

এক গবেষণায় উঠে এসেছে, চার কোটি মানুষ ভুগছে উচ্চ রক্তচাপে। 

দুই কোটি মানুষের আছে ডায়াবেটিস।

সোমবার রাজধানীতে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ ও কয়েকটি সংস্থা। 

অসংক্রামক রোগের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। তাই ২০১৯ সালে গবেষণা শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাকসহ ৯টি সংস্থা। ৩০টি এলাকার ২৬ হাজারের বেশি মানুষের তথ্য সংগ্রহ করা হয়।  

এতে উঠে আসে, ২৩ দশমিক ৭৪ ভাগ মানুষের উচ্চ রক্তচাপ আর ১১ দশমিক ৮২ ভাগের রক্তে সুগারের মাত্রা বেশি। ঢাকা ও চট্টগ্রামে এই দুই রোগের প্রকোপ বেশি।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন বলেন, শহরের পাশাপাশি গ্রামের মানুষও শারীরিক পরিশ্রম কমিয়ে দিয়েছে। ফলে বেড়ে যাচ্ছে গড় ওজন। নারীদের ৩৫ ভাগেরই স্বাভাবিকের চেয়ে ওজন বেশি। 

অসংক্রামক রোগ সৃষ্টির ৯টি কারণকে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, বেশিরভাগ মানুষের মধ্যে একাধিক কারণ পাওয়া গেছে। 

প্রতিদিন যত মানুষ মারা যায়, তার ৭০ ভাগই অসংক্রামক রোগে।

জাগরণ/স্বাস্থ্য/কেএপি