• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০১৯, ০৭:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০১৯, ০৭:৫৩ পিএম

বাজার দর

মাংসের দাম নিয়ে নৈরাজ্য

মাংসের দাম নিয়ে নৈরাজ্য

ঈদ এলেই এক রকম নিয়ম মেনেই দাম বাড়ানো হয় মাংসের। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই তালিকায় রয়েছে গরুর মাংস ও ব্রয়লার মুরগি। সবচেয়ে বেশি নৈরাজ্য দেখা গেছে গরু-খাসির মাংসের বাজারে। সিটি করপোরেশনের বেঁধে দেয়া দাম মানা হচ্ছে না কোথাও। 

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, মগবাজার, রামপুরা, বাড্ডাসহ একাধিক বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। গতকালও (সোমবার, ৪ জুন) যার দাম ছিল ৫২৫ টাকা। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি দরে। লেয়ার ২২০-২৩০ টাকা। কিছুদিন আগেও যা ছিল ব্রয়লার ১৩০ টাকা, লেয়ার ২০০ টাকা করে বিক্রি হয়েছ। বিক্রি বেড়েছে দেশি মুরগি ও খাসির মাংসে। সেই সঙ্গে দামও।

প্রতি কেজিতে ১৫ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। এলাচের কেজিতেও বেড়েছে প্রায় তিনশ টাকা। দাম বেড়েছে দারুচিনিরও। তবে দেশি পেঁয়াজ ও রসুন বিক্রি হচ্ছে আগের দামেই। ২০ টাকার শসা বেড়ে ৫০টায় বিক্রি হচ্ছে। মিষ্টান্ন জাতীয় পণ্যের দামও বেড়েছে প্রকারভেদে ২০-৩০ টাকা।

এসএমএম