• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২৪, ১১:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২৪, ১২:০৮ এএম

সরকার নির্ধারিত মূল্যে ফ্রেশ সয়াবিন তেল

সরকার নির্ধারিত মূল্যে ফ্রেশ সয়াবিন তেল

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ১ মার্চ থেকে প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করে ফ্রেশ ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদন  করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

সরকার নির্ধারিত দামে মিলগুলো সয়াবিন তেল উৎপাদন, পরিশোধন এবং বাজারে সরবরাহ করছে কিনা তা তদারকি করতে শনিবার মেঘনা গ্রুপের ভোজ্যতেল বিভাগ পরিদর্শনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল।

তারা ভোজ্যতেল বিভাগের কার্যক্রম ও কাগজপত্র যাচাই করেন। এ সময় মন্ত্রণালয়ের নির্দেশনার সাথে উৎপাদিত ভোজ্য তেলের দামের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বলেন, নতুন দামে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকা আর খোলা সয়াবিন তেল ১৪৯ টাকায় বিক্রি করছে। ৫ লিটার বিক্রি করছে ৮০০ টাকায়।

গত ২০ ফেব্রুয়ারি প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে সয়াবিন তেলের নতুন দাম দাম ঘোষণা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ১ মার্চ থেকে দাম দাম কার্যকর হওয়ার কথা জানান তিনি।

জাগরণ/অর্থনীতি/এসএসকে