• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০৪:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ০৪:৪৯ পিএম

সাতক্ষীরায় সোনালী ব্যাংক থেকে বৃদ্ধার লাখ টাকা গায়েব

সাতক্ষীরায় সোনালী ব্যাংক থেকে বৃদ্ধার লাখ টাকা গায়েব

সাতক্ষীরায় সোনালী ব্যাংক থেকে রোকেয়া বেগম নামের এক বৃদ্ধার ৯৯ হাজার টাকা গায়েব হয়ে গেছে। ওই বৃদ্ধার সঙ্গে ক্যাশ কাউন্টারে দাঁড়ানো অজ্ঞাত এক ব্যক্তি এই টাকা নিয়ে চম্পট দিয়েছে। ব্যাংকের ক্যাশিয়ার বলছেন তিনি টাকা দিয়েছেন। তবে তিনি (ক্যাশিয়ার) কাকে দিয়েছেন, সেটার আর কোনো হদিস নেই। টাকা খুইয়ে আহাজারি করছেন ওই বৃদ্ধা। রোববার (২৩ জুন) দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় ব্যাংকে।

রোকেয়া বেগম সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকার মাসুম বিল্লাহর স্ত্রী।

ক্ষতিগ্রস্ত রোকেয়া বেগম বলেন, ‘নিয়ম অনুযায়ী আমি ৯৯ হাজার টাকার চেক দিয়ে দাঁড়িয়ে ছিলাম। ক্যাশিয়ার আমার নাম ধরে ডেকে টোকেনটি নেন। পরে আমার হাতে কোনো টাকা দেননি। এখন বলছেন আমাকে নাকি টাকা দিয়েছেন।’

ওই সময় ব্যাংকে টাকা ওঠাতে আসা প্রত্যক্ষদর্শী দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের প্রভাষক শরিফুল ইসলাম বলেন, ‘ব্যাংক ক্যাশিয়ারের সামনে গ্লাসের বাইরে বৃদ্ধা ওই নারী এক পাশে আর আমি অন্য পাশে দাঁড়িয়ে ছিলাম। ক্যাশ ম্যানেজার বৃদ্ধার কাছ থেকে নাম ডেকে টোকেন নিয়েছেন। এরপর এক হাজার টাকার ৯৯টি নোট তিনবার মেশিন দিয়ে গোনেন। এ সময় ওই নারীর পাশে ৪০-৪৫ বছর বয়সী একজন লোক দাঁড়িয়েছিলেন, তাকে টাকাগুলো নিয়ে চলে যেতে দেখেছি। তবে টাকাগুলো কার, সেটি তো আমি জানি না। এছাড়া ক্যাশ ম্যানেজার টাকা দেওয়ার সময় কোনো নাম ধরেও ডাকেননি।’

ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমি টাকা দিয়েছি। তবে বৃদ্ধার টাকা কার হাতে দিয়েছেন তার কোনো উত্তর নেই তার কাছে।’

এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যাপস্থাপক বলেন, ঘটনার পর ব্যাংকের সিসি টিভির ফুটেজ চেক করা হচ্ছে। পরে বিষয়টি স্পষ্ট হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি কোনো ছিনতাইয়ের নয়। ব্যাংক কর্তৃপক্ষ দেখবে বিষয়টি। এছাড়া থানায় কেউ এখনো কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে বিষয়টি পুলিশ খতিয়ে দেখা হবে।

এনআই