• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ০৫:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১, ২০২২, ০৫:৪৭ পিএম

কুষ্টিয়ায় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে পুতুল নাচ

কুষ্টিয়ায় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে পুতুল নাচ
ফাইল ফটো।

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে। জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আধুনিক উপায়ে জৈব সার ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি , ফসল ও ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয় । 

শুক্রবার (৩১ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় মিরপুর উপজেলা কৃষি অফিস ও কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিডি'র যৌথ উদ্যোগে নিরাপদ উপায়ে ফসল উৎপাদন প্রযুক্তির উপরে এ পুতুল নাচ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জালাল আহম্মেদ। মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, কুষ্টিয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন , মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপ - সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরীফ , কৃষিবিডির পরিচালক জাহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ । 

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ২ শতাধিক মডেল কৃষক ও কৃষাণীরা। “জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার, অধিকমাত্রায় কিটনাশক ব্যবহারের কুফল, জৈব সার ব্যবহারের উপকারীতা, নিরাপদ উপায়ে মাঠ ফসল, সবজি উৎপাদন ও বীষমুক্ত শাকসবজি উৎপাদন প্রযুক্তির উপরে গুরুত্ব দিয়ে পুতুল নাচ পরিবেশন করেন দেশের ঐতিহ্যবাহী পুতুল নাচ শিল্পী গোষ্টি “ মনহারা পুতুল নাচ দল ”। 

পরিকল্পনা মন্ত্রনালনের যুগ্মসচিব জালাল আহম্মেদ জানান, “গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের কৌশল কৃষকদের আরো উদ্বুদ্ধ করেছে । এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কৃষি সম্প্রসারণ আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এসকেএইচ//