• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০২২, ১২:৩২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০২২, ১২:৩২ এএম

রফতানি আয়ে ৫২ বিলিয়ন ডলারের রেকর্ড

রফতানি আয়ে ৫২ বিলিয়ন ডলারের রেকর্ড
ফাইল ফটো

এক অর্থবছরে ৫২ বিলিয়ন ডলারের বেশি রফতানির রেকর্ড করলো বাংলাদেশ।

২০২১-২২ অর্থবছরে বিভিন্ন সেবা ও পণ্য রফতানি করে আয় হয়েছে ৫২ দশমিক শূন্য আট বিলিয়ন ডলার। এ সময় প্রবৃদ্ধি ৩৪ শতাংশের বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত অর্থবছরে লক্ষ্যের চেয়ে ২০ শতাংশ বেশি রফতানি হয়েছে। এ সময় তৈরি পোশাক রফতানি করে আয় হয়েছে ৪ হাজার ২৬১ কোটি ডলার। যা মোট রফতানি আয়ের প্রায় ৮২ ভাগ।

শুধু গেল জুন মাসে রফতানি হয়েছে ৪৯০ কোটি ডলারের পণ্য। এ সময় এ খাতে প্রবৃদ্ধি ৩৭ ভাগের বেশি।

গত অর্থবছর মৎস্য, কৃষি, প্লাস্টিক ও চামড়া খাতের রফতানি বাড়লেও, পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে।

এর আগে, ২০২০-২০২১ অর্থবছরে সর্বসাকুল্যে তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য রফতানির ওপর ভিত্তি করে পরের বছরের জন্য চার হাজার ৩৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের পণ্য রফতানির ইতিহাসে এটাই সর্বোচ্চ আয়। বছরজুড়ে প্রবৃদ্ধিও অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি।

জাগরণ/অর্থনীতি/এসএসকে