• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ১২:১৪ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২৩, ০৬:১৪ এএম

১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
ছবি ● ফাইল ফটো

নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুশো ৭৪ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রস্তাব অনুমোদন দেয় হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, টিসিবি'র মাধ্যমে বিক্রি'র জন্য স্থানীয় ভাবে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে প্রতি লিটার ১৮২ টাকা দরে মোট ব্যয় হবে ২০০ কোটি ২০ লাখ টাকা।  

নিম্ন আয়ের মানুষের মধ্যে বিক্রি জন্য ভারত থেকে ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেয়া হয় বৈঠক।  প্রতিকেজি  ৯২ টাকা ৪৬ পয়সা দরে মসুর ডালের জন্য মোট ব্যয় হবে ৭৩ কোটি ৯৬ লাখ।  

টিসিবি'র জন্য সয়াবিন তেল ও মসুর ডাল সহ সভায় মোট ১ হাজার ১শ' ৭৯ কোটি টাকা ব্যয়ে সরকারি ক্রয় সংক্রান্ত চারটি আলাদা প্রস্তাব অনুমোদন দেয় হয়।  যা মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হবে ২শ' ২৩ কোটি ৬২ লাখ টাকা। আর উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি ঋণ হিসেবে দেবে ৯শ' ৫৫ কোটি ৫৪ লাখ টাকা।

জাগরণ/অর্থনীতি/এমএ