• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ১২:৪২ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৬, ২০২৩, ১২:৪২ এএম

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০
ছবি ● ফাইল ফটো

রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচী পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে এ সময়সূচী জানানো হয়।

এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। 

তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

জাগরণ/অর্থনীতি/ব্যাংকলেনদেন/এসএসকে