
এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৪২৮ টাকা।
বুধবার (২২ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে। এর আগে মঙ্গলবার ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ৯৭ হাজার ৬২৮ টাকা।
দাম কমায় ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরি ৯৬ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৫৫ টাকা এবং ১৮ ক্যারেট ৭৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি বিক্রি হচ্ছে।
জাগরণ/অর্থনীতি/এসএসকে