• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩, ১১:১৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২৩, ১১:১৭ পিএম

ছয় মাসে সর্বোচ্চ রেমিট্যান্স মার্চে

ছয় মাসে সর্বোচ্চ রেমিট্যান্স মার্চে
ছবি ● ফাইল ফটো

মার্চে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ আগের মাসের চেয়ে ২৯ দশমিক দুই নয় শতাংশ বেড়েছে। এসময় রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার। ছয় মাস পর প্রবাসীদের পাঠানো আয়ে এই প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল দেড় বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা জানান, ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন-বাফেদা ডলারের দর ১০৭ টাকা নির্ধারণ করে দিলেও, ব্যাংকগুলো সর্বোচ্চ ১১৭ টাকা দর দেয়ার ফলেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স আসার পরিমাণ বাড়ে। ঈদ সামনে রেখে চলতি মাসেও ভালো রেমিট্যান্স আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এর পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এর পরের মাস সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার।

পরে নভেম্বরে এসে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসীদের আয়ের অঙ্ক। এ মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।

নতুন বছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহে উত্থান দেখা দেয়, জানুয়ারিতে আসে ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার। কিন্তু পরের মাসেই আবার কমে যায় রেমিট্যান্স।

জাগরণ/অর্থনীতি/এসএসকে