• ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ১২:২৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০২৩, ১২:২৬ এএম

লাখের নিচে নামল স্বর্ণের ভরি

লাখের নিচে নামল স্বর্ণের ভরি
ছবি ● প্রতীকী

রেকর্ড দামের দেশের বাজারে সামান্য কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে ১ হাজার ৭৫১ টাকা। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৯ হাজার ২৭ টাকা। আগে এর দাম ছিল ১ লাখ ৭০০ টাকা। 

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে করা হয়েছে ৯৪ হাজার ৫৯৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৫ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৬৭ হাজার ৫৩৫ টাকা। 

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা রয়েছে।

জাগরণ/অর্থনীতি/এসএসকে