• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ১২:৫০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০২৩, ১২:৫০ এএম

প্রবাসী আয়

অর্থবছরের দ্বিতীয় মাসেও ভাটা  

অর্থবছরের দ্বিতীয় মাসেও ভাটা  

অর্থবছরের দ্বিতীয় মাসে কমেছে প্রবাসী আয়ের পরিমাণ। আগস্টের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছে মাত্র ১৩২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

দেশে গড়ে দৈনিক প্রবাসী আয় আসে ৫ কোটি ২৯ লাখ ডলার। চলতি মাস শেষ হওয়া পর্যন্ত, একই হারে রেমিট্যান্স এলে প্রবাসী আয় দাঁড়াবে ১৬৪ কোটি ডলার। 

গত বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিলো ২০৪ কোটি ডলার। অর্থাৎ, গত অর্থবছরের আগস্টের তুলনায় প্রবাসী আয় কমতে পারে প্রায় ৪০ কোটি ডলার। 

আর এই অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১০ কোটি ডলার। 

বিশ্লেষকরা বলছেন, হুন্ডির ব্যাপক ব্যবহারের কারণেই আশানুরূপ হারে পাওয়া যাচ্ছে না রেমিট্যান্স।

জাগরণ/অর্থনীতি/কেএপি