
সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ৪৩১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পণ্য রপ্তানি হালনাগাদে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ সংখ্যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১০ দশমিক ৩৭ শতাংশের বেশি।
প্রতিবদেনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে রপ্তানি পণ্যের ৮৫ শতাংশই ছিল তৈরি পোশাক খাতের। রপ্তানি হয়েছে ১ হাজার ১৬২ কোটি ডলারের পোশাক।
এর মধ্যে নিটওয়্যার রপ্তানি হয়েছে ৬ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক থেকে রপ্তানি থেকে আয় হয় ৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।পোশাকের পর সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য। এর পরিমাণ ২৬ কোটি ৭৫ লাখ ডলার।
পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে ২২ কোটি ১৬ লাখ ডলার। আর ১৮ কোটি ৯৫ লাখ ডলার এসেছে হোম টেক্সটাইল রপ্তানি করে।
জাগরণ/অর্থনীতি/এসএসকে