• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ১২:৪৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৩, ২০২৩, ১২:৪৬ এএম

ডলারের দাম কমল ৫০ পয়সা

ডলারের দাম কমল ৫০ পয়সা
ছবি ● প্রতীকী

দেশে চলছে ডলার সংকট। এই সংকটের মধ্যে ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

প্রতি ডলারে ৫০ পয়সা করে কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় আজ বুধবার এ সিদ্ধান্ত হয়। যা আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, আমদানি কমেছে এবং রপ্তানি বাড়ছে। এ ছাড়া চলতি হিসাবে এখন ঘাটতি নেই। যা আছে তা কৃত্রিম। এ জন্য ডলারের দাম ৫০ পয়সা করে কমানো হবে।

জাগরণ/অর্থনীতি/কেএপি/এসএসকে