অক্টোবরের চেয়ে নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ কমেছে ৫ কোটি ডলার।
নভেম্বরের দেশে দেশে এসেছে ১৯৩ কোটি ডলারের রেমিট্যান্স। আর অক্টোবরে এসেছিল প্রায় ১৯৮ কোটি ডলার।
রোববার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
অবশ্য গত বছরের নভেম্বরের তুলনায় এ বছরের নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে। গত বছরের নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪২ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
ডলার খরচ কমাতে বিভিন্ন উদ্যোগের মধ্যেও রিজার্ভ কমছে। আবার কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় নির্ধারিত দরের চেয়ে বেশিতে ডলার কিনছে বেসরকারি ব্যাংকগুলো।
জাগরণ/অর্থনীতি/কেএপি/এসএসকে