• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০১৯, ০৪:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০১৯, ০১:২৭ এএম

ছিনতাইয়ের অভিযোগে জবি শিক্ষার্থী বহিষ্কার

ছিনতাইয়ের অভিযোগে জবি শিক্ষার্থী বহিষ্কার

ছিনতাইয়ের অভিযোগে মিরাজুল ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার বন্ধুদের সাথে ঘুরতে এলে তাদেরকে বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ডেকে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম অশোভন আচরণ করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তে মিরাজুল ইসলাম ওই ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করে।

এনআই