• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১২:৩৮ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০২৩, ১২:৩৮ এএম

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল
ছবি ● ফাইল ফটো

আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

ফি জমা দেয়া যাবে ৯ নভেম্বর পর্যন্ত।

আগামী বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার  ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। 

এর আগে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছিল, এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

অফিস আদেশে বলা হয়, বিলম্ব ফি ছাড়া ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৯ নভেম্বর। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। 

জাগরণ/শিক্ষা/এসএসসি/এসএসকে