• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০২১, ০২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২১, ০২:২৪ পিএম

মাধ্যমিকের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

মাধ্যমিকের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

মাধ্যমিক শ্রেণির (ষষ্ঠ থেকে নবম) শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। লকডাউনের কারণে একমাস বন্ধ থাকার পর গত সপ্তাহ থেকে আবারও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়।

সোমবার (৩১ মে) মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এরইমধ্যে চার সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। পাশাপাশি কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোন ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না।

অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি ইত্যাদি ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবিদ্ধ করতে হবে।