রাজশাহী ব্যুরো//
স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট পজেক্টের আওতায় কর্মরত সারা দেশের ৪৯টি পলিকেটনিক ইনস্টিটিউটের মোট ৭৭৭জন শিক্ষক তাদের বকেয়া বেতন ভাতা ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে আন্দোলনে নেমেছেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী পলিকেটনিক ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের মোট ২৮ জন শিক্ষক অবস্থান ও মানববন্ধন করেছেন।
সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনারের পাদদেশে তার এ কর্মসূচী পালন করেন। এসময় তাদের সাথে একাত্বতা ঘোষণা করে কর্মসূচীতে যোগ দেন বাংলাদেশ পলিটেকনিট ইনস্টিটিউট টিচার্স ফেডারেশন শাখার শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
এসময় তারা বলেন, করোনাকালে দীর্ঘ ১৯ মাস তারা কাজ করেও বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত এই জটিলতা নিরসনে সরকারের পদক্ষেপ চান তারা।
১ ঘন্টা কর্মসূচী শেষে তারা ক্লাসে ফিরে যান।
এসকেএইচ//