• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১০:৫৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২২, ১০:৫৭ এএম

ছুটির মধ্যে মাউশির জরুরি নির্দেশনা

ছুটির মধ্যে মাউশির জরুরি নির্দেশনা

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ‍ছুটি সোমবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অনলাইন ক্লাসের তথ্যসহ বেশ কিছু নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মাউশির এক আদেশে বলা হয়, চলমান করোনা পরিস্থিতিতে দেশের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকেও পরিপত্র জারি করা হয়েছে। উল্লিখিত নির্দেশনা মোতাবেক যথাযথভাবে শ্রেণি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে এবং অনলাইনে গৃহীত মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য যথাযথভাবে ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে হবে।

এছাড়া মাল্টিমিডিয়া ব্যবহার করে কনটেন্ট তৈরির মাধ্যমে যে ক্লাসগুলো অনলাইনে শিক্ষকরা নিচ্ছেন তার তথ্য এমএমসি অ্যাপের মাধ্যমে ড্যাশবোর্ডে এন্ট্রি নিশ্চিত করতে বলা হয়েছে।

দৈনিক জাগরণ/আরকে