• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৬, ২০২২, ১২:৪৭ এএম

কামারপাড়া স্কুল এন্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

কামারপাড়া স্কুল এন্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
ছবি- জাগরণ।

রাজধানী তুরাগ এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কামারপাড়া স্কুল এন্ড কলেজের ৪৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 

শুক্রবার (৪ মার্চ) কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠাকালীন সকল সদস্যবৃন্দকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূলপর্ব।

প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশনের আহ্বায়ক বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। কলেজের বর্তমান অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

১৯৭৭ সালের ৪ মার্চ হরিরামপুর সাংস্কৃতিক সংসদ কর্তৃক এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

 

জাগরণ/আরকে