চলতি বছর এবং আগামী বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে ধাপে ধাপে নতুন কারিকুলামে শিক্ষাকার্যক্রম শুরু হবে। এজন্য জেএসসি পরীক্ষা নেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, পরীক্ষার পরিবর্তে এখন স্কুল পর্যায়ে যেভাবে মূল্যায়ন হয়, সেভাবেই মূল্যায়ন হবে। এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই সনদ দেয়া হবে বলেও নিশ্চিত করেন ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, অষ্টম শ্রেণি পর্যায়ে পরীক্ষা শুরু হবে ২০২৪ সালে। সঙ্গত কারণেই এই বছর পরীক্ষা হবে না। কাজেই আগামী বছরও পরীক্ষা নেয়ার কোনও কারণ থাকবে না। তাই বলা যায়, আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেয়া হবে না।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জাগরণ/শিক্ষা/এসএসকে