• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০২২, ১১:৪১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২২, ১১:৪১ পিএম

দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর উদ্যোগ

দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর উদ্যোগ
সংগৃহীত ছবি

বর্তমানে শিশুদের প্রাক-প্রাথমিকের মেয়াদকাল এক বছর থাকলেও আসছে বছর দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার। অর্থাৎ চার বছর বয়সে স্কুলে যাবে শিশুরা। আগামী জানুয়ারিতে তিন হাজারেরও বেশি স্কুলে চলবে এর পাইলটিং। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, প্রথম বছর প্রাক-প্রাথমিক-১ আর দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক-২ নামকরণ করা হতে পারে। তৈরি হয়েছে কারিকুলামও। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে তিন হাজার ২১৪ বিদ্যালয়ে এই পাইলটিং কার্যক্রম করা হবে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য এ কে এম রিয়াজুল হাসান বলেন, এই দুই পর্যায়ের কারিকুলামের অনুমোদন দেওয়া হয়েছে। খেলার ছলে শিখতে শিখতে স্কুলের জন্য প্রস্তুত হবে শিশুরা। আর মানহীন কিন্ডারগার্টেনে ছুটতে হবে না অভিভাবকদের।

এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, আরও আগেই এটি করা উচিত ছিল। এ সময় অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। 

এনসিটিবির বলছে, তিন হাজার ২১৪ প্রতিষ্ঠানে পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে ২০২৪ সাল থেকে দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এটি চালু হবে।

জাগরণ/শিক্ষা/এসএসকে