• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ১২:৪২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২২, ১২:৪২ এএম

যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থীকে বহিষ্কার
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ● ফাইল ফটো

বিভিন্ন সময়ে যৌন হয়রানির অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২৬ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আরিফুল ইসলাম, জায়েদ ইকবাল, ইমাম হোসেন ইমরান, রিফাত হোসেন ও বিশাল আলী এবং লোকপ্রশাসন বিভাগের সুমন দাস ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ মুস্তাকিম সাকিব।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, যৌন হয়রানির তিনটি আলাদা ঘটনায় বিভিন্ন মেয়াদে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে দুই বছর এবং অন্যদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

বহিষ্কার থাকাকালীন আবাসিক হলের সিট বাতিল ও ক্যাম্পাসে প্রবেশেও তাদের নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাগরণ/ক্যাম্পাস/এসএসকে