• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:৩৭ পিএম

মেডিকেলে ভর্তিপরীক্ষা ১০ মার্চ

মেডিকেলে ভর্তিপরীক্ষা ১০ মার্চ
ছবি ● ফাইল ফটো

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনই মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আগামী ১০ মার্চ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. টিটু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা অনলাইনে ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবে। দুই একদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া ও আসন সংখ্যা আগের মতই থাকবে।

ডা. টিটু মিয়া বলেন, এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।

দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৪৮৯টি আসন রয়েছে।

জাগরণ/শিক্ষা/এসএসকে