• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৩, ২০২১, ১১:০৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০২১, ১১:০৯ এএম

বন্ধই থাকছে মধুমিতা সিনেমা হল

বন্ধই থাকছে মধুমিতা সিনেমা হল
মধুমিতা সিনেমা হল ● ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে গত ১৪ মাস ধরে বন্ধ থাকার পর আগামী সপ্তাহে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমিতা সিনেমা হল খোলার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু অনুমতি না পাওয়ায় খুলছে না ঐতিহ্যবাহী এ সিনেমা হলটি।

তাই শুক্রবার (২৫ জুন) থেকে এই প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।

 

মধুমিতার কর্ণধার ও সিনেমা হল মালিক সমিতির (প্রদর্শক সমিতি) সাবেক সভাপতি জানান, শুক্রবার (২৫ জুন) থেকে মধুমিতা খুলতে চেয়েছিলাম। কিন্তু অনুমতি না পাওয়ায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ‘নবাব এলএল.বি’ চালাতে চেয়েছিলাম। ব্যানার-পোস্টার লাগিয়েছিলাম। কিন্তু আজ নোটিশ দিয়ে জানিয়েছি হল খুলছি না।

 

তিনি বলেন, সম্প্রতি চিত্রামহল ও আনন্দ-ছন্দ সিনেমা হলে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে।

মধুমিতা ১৪ মাস ধরে বন্ধ রেখে লোকসানের পাহাড় জমেছে। এর মধ্যে হল চালু করে জরিমানা গুণতে চাইনা। আগামী ঈদে যদি হল খুলতে না পারি তবে চিরতরে মধুমিতা সিনেমা হল বন্ধ করে দেব। এছাড়া কোনো উপায় নাই। আমার আর কিছু করার নেই।

জাগরণ/এসএসকে

আরও পড়ুন