• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৩:২৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২০, ০৩:২৪ পিএম

চিকিৎসক ও অন্যান্যদের জন্য আরও ২,২২,২৮৪টি পিপিই সংগ্রহ

চিকিৎসক ও অন্যান্যদের জন্য আরও ২,২২,২৮৪টি পিপিই সংগ্রহ
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ● টিভি থেকে নেয়া

কোভিড-১৯ মোকাবেলায় নিয়োজিত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ অন্যান্যদের জন্য গত ২৪ ঘণ্টায় নতুন ২ লাখ ২২ হাজার ২৮৪টি পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট পিপিই সংগ্রহ হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৫৭৬টি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। এ সময় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বুলেটিনে বলা হয়, বর্তমানে পিপিই সরবরাহ করা হয়েছে প্রায় ৪ লাখ ৯৫ হাজার। মজুত রয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯৩২টি পিপিই।

এসএমএম