• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২০, ০৪:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২০, ০৪:১৩ পিএম

কোভিড-১৯

ঢাকায় সংক্রমণ কোথায় বেড়েছে?

ঢাকায় সংক্রমণ কোথায় বেড়েছে?
রাজারবাগ এলাকা

ঢাকায় এখন সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে রাজারবাগে। সেখানে এখন ১৩০ জন করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত বলে সরকারি হিসেবে পাওয়া যাচ্ছে।

যাত্রাবাড়ীতে ৭৭ জন করোনাভাইরাস রোগী আছেন।

লালবাগে ৭৬ জন।

উত্তরায় এখন পর্যন্ত ৫৫ জন আক্রান্ত।

মহাখালীতে ৫৯ জন এবং মোহাম্মদপুরে ৬৩ জন আক্রান্ত।

শাহবাগে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ৪৯ জন।

মুগদায় ৫৩ জন রোগী আছেন।

মিটফোর্ডে ৩৮, মগবাজারে ৩৬ জন আক্রান্ত রয়েছেন।

শাখাঁরীবাজারে ২৮ জন আক্রান্ত।

বাসাবোতে আছে ৩২জন করোনাভাইরাস রোগী।

চাঁনখারপুলে ২৯ জন এবং চকবাজারে ৩২ জন আক্রান্ত আছেন।

ধানমন্ডিতে এখন পর্যন্ত ধরা পড়েছে ৩৭ জনের কোভিড-১৯।

গেন্ডারিয়ায় ৩৬ জন, গোপীবাগে ১৮ জন, গ্রিন রোডে ১২ জন, গুলশানে ২৫ জন, হাজারীবাগে ৩৫ জন আক্রান্ত।

এসএমএম

আরও পড়ুন