• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ০১:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২১, ০৪:০০ পিএম

গর্ভবতীদের করোনার লক্ষণ কীভাবে বুঝবেন?

গর্ভবতীদের করোনার লক্ষণ কীভাবে বুঝবেন?

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কায় সাধারণ মানুষ। গর্ভবতীদের জন্য় শঙ্কাটা আরও বেশি। মানসিক ও শারীরিক দুই ক্ষেত্রেই তাদের চাপে থাকতে হয়। গর্ভাবস্থায় একজন মা কী কী লক্ষণ দেখে বুঝবেন তার করোনা হয়েছে, সেই বিষয়ে জাগরণ অনলাইনকে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি।

ফরিদা ইয়াসমিন সুমি বলেন, ‘গর্ভাবতী মায়েদের জন্য় করোনা সংক্রমণ হওয়া ঝুঁকিপূর্ণ। কিন্তু তাদের আলাদা কোনো লক্ষণ বা উপসর্গ থাকবে, তা কিন্তু নয়। গর্ভবতী মায়েদের তেমনই লক্ষণ থাকে, যা একজন সাধারণ করোনা রোগীর মধ্য়ে থাকবে।’

‘করোনো আক্রান্ত হলে যে লক্ষণগুলো আমরা সব সময় শুনি বা জানি, একজন গর্ভবতী মায়েরও সেই ধরনের লক্ষণগুলোই হতে পারে। যেমন হালকা থেকে মাঝারি জ্বর হতে পারে। কাশি হতে পারে। গলাব্যথা হতে পারে, সারা শরীরে ব্যথা হতে পারে।’

‘এছাড়া আরও যে সমস্যাগুলো দেখা যায় তা হলো শ্বাসকষ্ট। সাধারণত শ্বাসকষ্ট শুরু হলে আমাদের বুঝতে হবে যে পরিস্থিতি ঝুঁকির দিকে যাচ্ছে।’

‘অন্যান্য স্বাভাবিক করোনা আক্রান্ত ব্যক্তির মতো গর্ভবতী নারীদেরও এমন লক্ষণ দেখা যায়। কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য় যে ঝুঁকিটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় কিছুটা হলেও কম থাকে।’

‘যখন গর্ভাস্থ সন্তান একটু বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন স্বাভাবিক অবস্থাতেই একজন মায়ের শ্বাসকষ্ট হতে পারে। সেটা সাধারণ লক্ষণ। কিন্তু যখন করোনা আক্রান্ত হয় তখন সেই শ্বাসকষ্টটাই মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এর সঙ্গে বমি, ডায়রিয়া হতে পারে। এতে গর্ভে থাকা শিশুও ক্ষতিগ্রস্ত হয়।’

‘গর্ভবতী নারীর শ্বাসকষ্ট, জ্বর এগুলোও কিন্তু গর্ভস্থ শিশুর বৃদ্ধি কমিয়ে দিতে পারে। এমনকি গর্ভস্থ শিশুর মৃত্যুও পর্যন্ত হতে পারে।’

তাই একজন মায়ের যখন জ্বর, কাশি, গলাব্যথা, ডায়ারিয়া দেখা দেয় তাকে জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে বলে জানিয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি।