• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৪:২৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২১, ০৩:৫৯ পিএম

করোনা টিকা গর্ভবতীদের জন্য কতটা নিরাপদ?

করোনা টিকা গর্ভবতীদের জন্য কতটা নিরাপদ?

করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়ে গেছে। প্রথম ডোজ প্রয়োগও অব্যাহত রয়েছে। এরমধ্যে টিকা গ্রহীতাদের বয়সও নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু সুরক্ষার জন্য় গর্ভবতীরা টিকা নিতে পারবেন কিনা এই বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

অনেকেই আতঙ্কিত হয়ে টিকা নিচ্ছেন না, অনেকে আবার গর্ভধারণের চেষ্টার আগেই টিকা নিচ্ছেন। কিন্তু এই সময় করোনা টিকা কতটা নিরাপদ এবং এটি প্রয়োগে কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়ে কথা বলেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, ‘করোনা টিকা গর্ভবতী মায়েদের জন্য় নিরাপদ কিনা, এখনও এই বিষয়ে কোনো তথ্য প্রমান পাওয়া যায়নি। এটার যেহেতু কোনো তথ্য উপাত্ত এখনও আমাদের হাতে আসেনি আমরা গর্ভবতী নারীকে করোনা টিকা দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।‘

‘যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারাও নিবেন না। নিশ্চয়ই অদূর ভবিষ্যতে সেটা নিয়ে গবেষণা হবে। আরও তথ্য উপাত্ত পাবো। তখন যদি গর্ভাবস্থায় টিকা দেওয়ার নিরাপদ প্রমাণিত কোনো তথ্য পাওয়া যায় তবেই টিকা নিতে বলবো।‘

‘মায়ের কাছ থেকে করোনাভাইরাস কিন্তু তার ভ্রুণে যায় না। প্লাসেন্টা বা ফুলের মাধ্যমে গর্ভের শিশুর কাছে এটা সংক্রমিত হয় না। ডেলিভারির সময়ও কিন্তু এটা মায়ের কাছ থেকে বাচ্চাকে সংক্রমিত করে না। তাই টিকা না নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলা, সুষম খাবার খাওয়া চালিয়ে গেলে করোনা থেকে সুরক্ষিত থাকা সম্ভব।‘

‘করোনার সময় সন্তান প্রসব হলে আমাদের অবশ্যই করোনা টেস্ট করে দেখতে হবে। বাচ্চার করোনা পজিটিভ বা নেগেটিভ কোনটা আছে। সেই অনুযায়ী চিকিতসা নিতে হবে। আমাদের গবেষণা বলছে, এটা মায়ের কাছ থেকে বাচ্চাকে ছড়ায় না।‘

‘তবুও মা যদি করোনা আক্রান্ত হোন তবে বাচ্চাকে স্তন পান না করিয়ে দুধ পাম্প করে আলাদা ফিডারে নিয়ে পান করাতে হবে। এছাড়াও মায়ের মাস্ক পড়া, ঘনঘন হাত ধোয়া এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি।'