• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ০৩:৫১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২১, ০৪:৫৬ পিএম

কোন বয়সী শিশুদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি?

কোন বয়সী শিশুদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি?

করোনাভাইরাসের নতুন ধরনে ঝুঁকিমুক্ত নেই শিশুরাও। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও এখন আক্রান্ত হচ্ছে। শিশুদের করোনাভাইরাসের সংক্রমণে সুযোগ কতটুকু এবং কোন বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ডাক্তার এ টি এম  রফিক উজ্জল।

ডাক্তার এ টি এম  রফিক উজ্জল বলেন, “পূর্ণ বয়স্কদের তুলনায় শিশুদের রিসেপ্টর কম ডেভেলপড থাকার কারনে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম। এরপরও সংক্রমণের সুযোগ থেকে যায়।”

“ঢাকা মেডিকেলে এ পর্যন্ত ২০০০ জন করোনা আক্রান্ত শিশু চিকিৎসা নিয়েছে। শিশু হাসপাতালেও কিছু রোগী পাওয়া গেছে। হলি ফ্যামিলি হাসপাতালে ৫০০ জন নিউমোনিয়ার রোগী মধ্যে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে তারা চিকিৎসা দিয়ে সুস্থ হয়েছে।”

“আবার দেখা গেছে মায়ের গর্ভে থাকা শিশু মায়ের শরীর থাকা করোনাভাইরাসের দ্বারা আক্রান্ত হয় না। কাজেই বলা যায়, শিশুদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম।”

“তবে একেবারেই হবে না, তা এখনই বলা যাচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের করোনা আক্রান্তের বিষয় তেমন সমীক্ষা পাওয়া যায় না। তবে এবারের করোনা ঢেউয়ে আমাদের দেশে শিশু আক্রান্তের সংখ্যা বাড়ছে।”

শিশুদের আক্রান্তের কোনো বয়সসীমা আছে কি না, এ বিষয়ে তিনি বলেন, “যেহেতু মায়ের গর্ভে থাকা অবস্থায় শিশু মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতাটা পাচ্ছে, যার ফলে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না। এছাড়া জন্মের পর শিশু মায়ের বুকের দুধ পান করে, মায়ের বুকের দুধেও এন্টিবডি থাকে। তাই নবজাতক শিশুর আক্রান্ত হবার সম্ভাবনা নেই।”

“তবে ১ বছর থেকে শুরু করে সব বয়সের শিশুদের এই ভাইরাস আক্রমণের ঝুঁকি থাকে।”