• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০১:১৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০২১, ০৭:১৭ এএম

যুক্তরাজ্যে দুই জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

যুক্তরাজ্যে দুই জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত
ফাইল ফটো

যুক্তরাজ্যে দুই জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং, ইতালি, জার্মানি এবং ইসরায়েলেও পাওয়া গেছে।

সাজিদ জাভিদ জানান, চেমসফোর্ড ও নটিংহামে এই দুজনকে শনাক্ত করেছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি। সংক্রমিত দুজন পরষ্পরের সংস্পর্শে এসেছিলেন। ওই দুজন ও তাদের পরিবারকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের আরও পরীক্ষা করা হবে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ট্রাকিং করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিদেশ ফেরত প্রত্যেককে বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে। যতক্ষণ পর্যন্ত নেগেটিভ না আসবে ততক্ষণ সকলেই আইসোলেশনে থাকবেন।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসি।

জাগরণ/এমএ

নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং, ইতালি, জার্মানি এবং ইসরায়েলেও পাওয়া গেছে।

বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে।