• ঢাকা
  • সোমবার, ০৫ জুন, ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
প্রকাশিত: মে ১, ২০২২, ০৫:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২২, ১১:৪৭ এএম

হঠাৎ বাড়ল শনাক্ত

হঠাৎ বাড়ল শনাক্ত
ফাইল ফটো

এক সপ্তাহের বেশি সময় ধরে করোনার নিম্মমুখী ধারা অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে কেউ মারা যায়নি।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) অ্যান্টিজেনসহ দুই হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৫ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ।

টানা ১০ দিন দেশে করোনায় কোনো মৃত্যু না হওয়ায় এর সংখ্যাটি ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত আছে।

রোববার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭১৬। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন। প্রতি একশ জন শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ।

জাগরণ/স্বাস্থ্য/এমএ