• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ১২:২৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২০, ২০২২, ১২:২৭ এএম

আজ থেকে করোনার চতুর্থ ডোজ

আজ থেকে করোনার চতুর্থ ডোজ
ছবি ● প্রতীকী

মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেয়া হবে। সকাল ৯টায় শুরু হবে এই কর্মসূচি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, সিটি করপোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতালে দে‌য়া হবে টিকা। ঢাকায় প্রথম পর্যায়ে সাতটি কেন্দ্রে টিকা দেয়া হবে। করোনার সম্মুখ যোদ্ধা, ষাটোর্ধ্ব, নানা জটিল রোগে আক্রান্ত ও অন্তঃসত্ত্বা নারীরা পাবেন এই টিকা।

তৃতীয় ডোজের চার মাস পর নেয়া যাবে চতুর্থ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর বলছে, চতুর্থ ডোজ দেয়ার ক্ষেত্রে পরীক্ষামূলক প্রয়োগ থাকছে না। সরাসরি দেয়া হবে টিকা।

দেশে এ পর্যন্ত ১৪ কোটির বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ, সাড়ে ১২ কোটি দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ পেয়েছে ৬ কোটির বেশি মানুষ।

জাগরণ/স্বাস্থ্য/এমএ