• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ১২:২৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২৩, ১২:২৮ এএম

আট মেডিক্যালে সিমুলেশন ল্যাব উদ্বোধন আজ

আট মেডিক্যালে সিমুলেশন ল্যাব উদ্বোধন আজ
ছবি ● সংগৃহীত

চিকিৎসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী, গতিশীল ও ব্যবহারিক করতে আটটি মেডিক্যাল কলেজে চালু হচ্ছে সিমুলেশন ল্যাব। এই ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটালি মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ল্যাবের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

একই সময় ভার্চুয়ালি দেশের আটটি মেডিক্যাল কলেজে স্থাপন করা এই ল্যাবের উদ্বোধন করা হবে। 

মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন জানান, এই পদ্ধতিতে মেডিক্যালের শিক্ষার্থীরা রোগীর ওপর প্রয়োগ করার আগেই সিমুলেটরের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এতে করে অপ্রতুল মৃতদেহের সরবরাহ ও ব্যবহার কমে আসবে। এছাড়া বার বার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অনেক গুন বেড়ে যাবে। 

পর্যায়ক্রমে দেশের সব মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে এই ল্যাব চালু করা হবে বলেও জানান ডা. জাকির হোসেন।

জাগরণ/স্বাস্থ্য/কেএপি