• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০১:০৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০২৩, ০১:০৮ এএম

ডেঙ্গু পরিস্থিতি

মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০

মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০
ছবি ● প্রতীকী

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৩ জন। যা এ বছরের দৈনিক হিসাবে সর্বোচ্চ আক্রান্ত। এ সময়ে মারা গেছেন ৭ জন। ফলে, এ বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় উক্ত আক্রান্তের মধ্যে ১ হাজার ১৬৮ জন ঢাকার এবং বাকি ৪৫৫ জন ঢাকার বাইরের। অন্যদিকে মৃত ৭ জনের মধ্যে ঢাকার ভেতরের ও বাইরের যথাক্রমে ৪ ও ৩ জন।

গত ২৪ ঘণ্টায়  চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৬৮১ জন এবং ঢাকার বাইরে ২০৮ জন।

এ বছর মোট মৃত্যুর ৭৮টি ঢাকায় এবং বাকি ২২টি ঢাকার বাইরে। এ সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫৪ জন। যার মধ্যে ঢাকায় ১৩ হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৪৫ জন।

জাগরণ/স্বাস্থ্য/এসএসকে