• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২০, ০৯:২৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২০, ০৯:২৫ পিএম

ট্রাম্পকে দায়ী করলেন নোয়াম চমস্কি

ট্রাম্পকে দায়ী করলেন নোয়াম চমস্কি
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও চিন্তাবিদ নোয়াম চমস্কি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মহামারির কারণে আমেরিকায় হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত হওয়া এবং বড় বড় ব্যবসার সুযোগ হাতিয়ে নিতে ট্রাম্প করোনাভাইরাস ইস্যুকে ব্যবহার করছেন। এসব অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও চিন্তাবিদ নোয়াম চমস্কি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে চমস্কি বলেন, আমেরিকায় করোনাভাইরাসের সময় ট্রাম্প নিজেকে মার্কিন জনগণের ত্রাণকর্তা হিসেবে জাহির করার ভান করছেন। কিন্তু একই সময়ে তিনি অনেক মার্কিন নাগরিকের পিঠে ছুরি মারছেন।

চমস্কি আরও বলেন, সম্পদশালী কোম্পানিগুলো যাতে সুবিধা পায় সেজন্যে ট্রাম্প ক্ষমতায় এসে জটিল রোগের ক্ষেত্রে বিশেষ আর্থিক বরাদ্দ কমিয়ে দেন। তার শাসনামলে প্রতি বছরই স্বাস্থ্য ও চিকিৎসা খাতে আর্থিক অনুদান কমছে। এসব কাজ তিনি অব্যাহত রাখছেন যাতে দেশের জনগোষ্ঠী আরও দুর্বল হয়ে পড়ে এবং আরও বেশি ভোগান্তির মধ্যে পড়ে।

এসএমএম

আরও পড়ুন