• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২০, ১০:৩১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২০, ১০:৩১ পিএম

কোভিড-১৯

২টি অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী

২টি অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী

করোনাভাইরাস (কোভিড-১৯) আশার আলো দেখাচ্ছেন চীনের একদল বিজ্ঞানী। দু’টি অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন তারা। মানবদেহে এটি ব্যবহারের আগে আরও বেশি ক্লিনিকাল ট্রায়াল দরকার বলে মনে করেন বিজ্ঞানীরা।

তাদের আশা, এই অ্যান্টিবডি দু’টি যদি ক্লিনিক্যালি মানবদেহে কার্যকর হয়, তবে কোভিড-১৯ প্রতিরোধ ও প্রতিকারে উন্মোচন হবে নতুন দিগন্ত।

করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। আর আক্রান্ত ৪৫ লাখ হলেও এখনও মেলেনি কোনও প্রতিষেধক।  

তবে এই অতিক্ষুদ্র ভয়ঙ্কর প্রোটিন অণুর বিরুদ্ধে কাজ করছেন বিশ্বের প্রখ্যাত সব অনুজীব ও চিকিৎসা বিজ্ঞানীরা।  

বিজ্ঞানীদের চেষ্টায় আশা জাগানিয়া নানা উদ্ভাবন আর আবিস্কারের পালকে যোগ হয়েছে নতুন গবেষণা ফল।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের একদল বিজ্ঞানী খুঁজে পেয়েছেন নতুন দু’টি অ্যান্টিবডি। যেগুলোকে একসাথে ককটেল আকারে ব্যবহার করে পেয়েছেন সুফল।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ ব্যক্তিদের শরীর থেকে এ দুই অ্যান্টিবডি খুঁজে পান তারা। যেগুলোকে জেনেটিক্যালি মডিফায়েড ইঁদুরে ব্যবহার করে দেখেন এই অ্যান্টিবডিগুলো কোভিড-১৯ কে ইঁদুরের শরীরে প্রবেশে বাধা দেয়।

এটি মানবদেহে ব্যবহারের আগে আরও বেশি ক্লিনিকাল ট্রায়াল জরুরি বলেও মনে করেন বিজ্ঞানীরা। তাদের আশা, যদি এই অ্যান্টিবডি দু’টি ক্লিনিক্যালি মানবদেহে কার্যকর হয়, তাহলে কোভিড-১৯  প্রতিরোধ ও প্রতিকারে উম্মোচন হবে নতুন দিগন্ত।

এসএমএম

আরও পড়ুন