• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ১২:৪০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০২২, ১২:৪০ এএম

থাই প্রধানমন্ত্রী ওচাকে দায়িত্ব থেকে অব্যাহতি

থাই প্রধানমন্ত্রী ওচাকে দায়িত্ব থেকে অব্যাহতি
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে ● ফাইল ফটো

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে তার সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছে। দেশটির সাংবিধানিক আদালত।

দেশটির বিরোধী জোটের এক মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় বুধবার (২৪ আগস্ট) এই রায় ঘোষণা করা হয়। এই মামলার শুনানিতে ৯ জন বিচারকের মধ্যে ৫ জন তাকে সরানোর পক্ষে ভোট দেন।

বিরোধীদের অভিযোগ, ২০১৪ সালের মে মাসে তৎকালীন সরকারকে হটিয়ে ওই বছরের আগস্টে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন প্রায়ুথ।

সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী আট বছর ক্ষমতায় থাকতে পারেন। সে অনুযায়ী চলতি সপ্তাহে তার মেয়াদ শেষ হচ্ছে।

২০১৪ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রায়ুথ-চান-ওচা। রায়ের সময় ওচা তার সরকারি বাসভবনে ছিলেন না।

তার বৈধ আট বছরের মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে বিক্ষোভকারীরা তার বাসভবনের কাছে বিক্ষোভ দেখান।

যদিও প্রায়ুথের সমর্থকরা বলছেন, নতুন সংবিধান কার্যকরের পর ২০১৭ সালে অথবা সাধারণ নির্বাচনের পর ২০১৯ সাল থেকে তার শাসনকাল শুরু হয়েছে।

সে হিসাবে তিনি যদি আগামী নির্বাচনে জয়ী হন তাহলে ২০২৭ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন।

জাগরণ/আন্তর্জাতিক/কেএপি/এমএ