• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ১২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০২১, ১২:৩১ পিএম

মিরসরাইয়ে ৩ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান

মিরসরাইয়ে ৩ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান
ছবি- জাগরণ।

মিরসরাই হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রর্দশন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদে মিরসরাই হানাদার মুক্ত দিবসের র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কবির আহম্মদ। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা।

দাবিগুলোর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পোষ্যদের লেখাপড়া ও চাকুরীর ক্ষেত্রে কোটা পূর্ণবহাল, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মুক্তিযুদ্ধ বিষয়াবলী পাঠ্যসূচীতে অন্তর্ভূক্তকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরসহ মিরসরাইয়ের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিল্পকারখানায় মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্যদের কোটা ও অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী প্রদান।

র‌্যালী ও স্মারকলিপি প্রদান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রুহেল।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুল হককে ‘বিজয় ৭১ সম্মাননা ২০২১’ প্রদান করা হয়।
 

এসকেএইচ//