টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৯, ১১:১৮ এএম টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেল্লাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্তের বেড়িবাঁধ ৩ নং স্লুইচ গেইটে এ ঘটনা ঘটে। বিজিবি দাবি করেছেন বেল্লাল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তিনি লক্ষ্মীপুর ভবানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার আবুল বাশারের ছেলে।

টেকনাফ ২ বিজিবির পরিচালক লেঃ কর্নেল আছাদুদ জামান চৌধুরী নিশ্চিত করে জানান, ওই যুবককে বুধবার রাতে ইয়াবাসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভোরে খারাংখালী নাফ নদীর বেরিবাঁধ ৩ নং স্লইচ গেইট দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহলদল ওই স্থানে পৌঁছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অতর্কিতভাবে গুলি করতে থাকে এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয় বলে জানান ওই কর্মকর্তা।

তিনি আরো বলেন, এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়। এতে চোরাকারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে ইয়াবা ও ধারালো কিরিচ উদ্ধার করেন। এসময় গুলিবিদ্ধ বেল্লাল হোসেনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত দুই বিজিবি সদস্যকেও টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এসএস/সাইসে